পর্যটক আকর্ষণে ওমানে নতুন পার্ক চালু

New park opens in oman to attract tourists

ওমানে খারিফ উৎসব শুরু, আতিন স্কয়ারে সবচেয়ে বড় পার্ক চালু।

সালালায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৫ সালের ধোফার খারিফ উৎসব। উদ্বোধন করা হয়েছে প্রধান আয়োজনস্থল আতিন স্কয়ার, যেখানে এবার স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাতাসে ফুলানো বিনোদন পার্ক। এতে রয়েছে বাউন্স জোন, বাধা পার হওয়া ও স্লাইডের মতো শিশুদের জন্য নিরাপদ খেলাধুলার আয়োজন।

Xnkva

নতুন রূপে সাজানো আতিন স্কয়ারে রয়েছে পাহাড় অনুপ্রাণিত ডিজাইনের প্রধান মঞ্চ, লেজার প্রজেকশন, ডিজিটাল স্ক্রিন ও কৃত্রিম জলপ্রপাত। প্রতিদিন সেখানে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক পরিবেশনা।
স্থানীয় ওমানি নারী উদ্যোক্তাদের স্টলে বিক্রি হচ্ছে হস্তনির্মিত সুগন্ধি, পোশাক ও ধূপজাত পণ্য। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে গ্যালাক্সি শো, ইমোজি শো, ড্রোন শো, পরিবেশবান্ধব আতশবাজি ও “গট ট্যালেন্ট” ঘরানার প্রদর্শনী।

Fh1oy

এছাড়া ইউরোপীয় কার্নিভাল দল, মেক্সিকান লোকনৃত্য ও ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পরিবেশনা আয়োজনকে দিয়েছে বৈশ্বিক মাত্রা। নতুনভাবে চালু হয়েছে “সংস্কৃতি ও সাহিত্য সড়ক”, যেখানে রয়েছে কবিতা পাঠ, চিত্রাঙ্কন ও লেখালেখি কর্মশালা।

উৎসব চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

আরও দেখুন: 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize