ওমানের উপকূলীয় জলসীমায় মাছ ধরার নৌকায় করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে প্রবেশের চেষ্টাকালে দুই ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ কোস্ট গার্ড। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট পুলিশের কোস্ট গার্ড ইউনিট এ অভিযান পরিচালনা করে।
নৌকাটি ওমানের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করলে সন্দেহজনকভাবে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাটিতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৬৮ হাজারেরও বেশি সাইকোট্রপিক ট্যাবলেট, ক্রিস্টাল মেথ, হাশিশ এবং গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই ব্যক্তি ওমানে মাদক পাচার ও সেবনের উদ্দেশ্যে এসব দ্রব্য নিয়ে প্রবেশ করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে দেশব্যাপী নজরদারি জোরদার করা হয়েছে।