সিরিয়ার ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে ওমান সরকার জানায়, ইসরায়েলি আগ্রাসন শুধু একটি দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ নয়, এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সকল নীতিমালাকে লঙ্ঘন করে।
ওমান আরও জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানায় দেশটি।
আরও পড়ুন
এ ছাড়া বিবৃতিতে ওমান সিরিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং সংঘাত বন্ধে আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন করার আহ্বান জানায়।