ওমানে মাদক পাচারের অভিযোগে এক প্রবাসী গ্রেপ্তার

Expatriate arrested on drug trafficking charges in oman

ওমানের বাউশার প্রদেশে মাদকদ্রব্য পাচারের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। সোমবার এক বিবৃতিতে পুলিশের মাদক ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ক্রিস্টাল মেথ, গাঁজা, হাশিশ এবং মনঃপ্রভাবকারী ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এসব মাদকদ্রব্য পাচার এবং আসক্তি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মজুদ করেছিলেন।

মাদক নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওমানে মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এমন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize