ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান। জাহাজটি প্রায় ২০ লাখ লিটার চোরাচালানকৃত জ্বালানি বহন করছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি।
তিনি জানান, ইরানের জলসীমায় সন্দেহজনক গতিবিধির কারণে ট্যাংকারটিকে নজরদারিতে রাখা হয় এবং পরবর্তীতে চোরাচালানের অভিযোগে জব্দ করা হয়। গাহরেমানির ভাষ্য অনুযায়ী, ট্যাংকারে বহন করা তেলের বৈধ নথিপত্র না থাকায় সেটি আটক করা হয়।
তবে জাহাজটির কোন দেশের বলে শনাক্ত করা হয়েছে বা তার গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মেহের বার্তা সংস্থা জানায়, জাহাজটি দক্ষিণ ইরানের জাস্ক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন
এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের কাজ চলছে বলে জানানো হয়েছে।
ইরান কর্তৃপক্ষ বলছে, তারা সমুদ্রসীমায় জ্বালানি চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি এমন অভিযানে একাধিক জাহাজ আটক করে নজির স্থাপন করেছে দেশটি। এই ঘটনাও তেমনই একটি অভিযানের অংশ বলে জানানো হয়েছে।