ওমানে ৩৬ মিলিয়ন রিয়াল ব্যয়ে ৩০০ কিমি নতুন আধুনিক সড়ক নির্মাণ

Oman to build 300 km of new modern road at a cost of 36 million riyals

ওমানের ধোফার পৌরসভা ৩৬ মিলিয়ন ওমানি রিয়ালের বেশি ব্যয়ে বিভিন্ন ওয়ালায়েত জুড়ে অভ্যন্তরীণ ও দ্বৈত সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পগুলোর আওতায় ৩০০ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ ও পিচঢালাইয়ের কাজ চলমান রয়েছে।
এই উদ্যোগগুলো ওমান ভিশন ২০৪০-এর আলোকে টেকসই শহর ও গভর্নরেট উন্নয়ন কর্মসূচির অংশ। লক্ষ্য হচ্ছে নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য সেবার মান বৃদ্ধি, বিভিন্ন আবাসিক এলাকার মধ্যে চলাচল সহজতর করা এবং নগরায়ন ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান।

Sgrsdrfg

ধোফার পৌরসভার চেয়ারম্যান ড. আহমেদ বিন মোহসেন আল ঘাসানী জানান, সালালায় ১৬১ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যার ব্যয় ৯ মিলিয়ন রিয়ালের বেশি। এছাড়া, সুলতান কাবুস সড়কের ডুয়েলাইজেশন প্রকল্পও চলমান রয়েছে, যার ২২ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ব্যয় নির্ধারিত হয়েছে ১৬.৩ মিলিয়ন রিয়াল।

Whatsapp image 2025 07 15 at 3.0

অন্য উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো:
• থমরাইতে ৪০ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ ও থমরাইত সড়ককে দ্বৈত সড়কে উন্নীত করা, ডেকোরেটিভ লাইটিংসহ, ব্যয় ৩ মিলিয়ন রিয়াল।
• তাকাহ এলাকায় সমতল ও পাহাড়ি অঞ্চলে ৩২ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ১.৭ মিলিয়ন রিয়াল।
• মিরবাতে ২০ কিমি রাস্তা নির্মাণ ব্যয়ে ৯.৯৫ লাখ রিয়াল, এবং মিরবাত সড়কের ডুয়েলাইজেশন প্রকল্পের ব্যয় ১.৯৬ মিলিয়ন রিয়াল।
• সাদাহ, শালিম, হলানিয়াত দ্বীপপুঞ্জ, রাখইত, দালকুত ও আল মাজিওনাহ অঞ্চলে সম্মিলিতভাবে ৫০ কিলোমিটার রাস্তার নির্মাণ চলছে।
• মাকশানে ১৫ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ চলছে।
চেয়ারম্যান আল ঘাসানী জানান, এসব প্রকল্প সরকার পরিচালিত সেবামূলক প্রকল্পগুলোর অংশ, যা সরাসরি নাগরিকদের জীবনমান উন্নয়নে সহায়ক এবং অঞ্চরের প্রতিটি উপ-অঞ্চলের ভারসাম্যপূর্ণ নগর উন্নয়নে ভূমিকা রাখবে।
ধোফার পৌরসভা এক সহায়ক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে কাজ পরিচালনা করছে, যা স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে পৌরসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize