ওমানে ভুয়া সম্পত্তি বিক্রির নামে প্রতারণা, দুই প্রবাসী গ্রেপ্তার

Gulfnewsimport20210615stock jail

ওমানের মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড দুজন মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটিং অ্যাপে ভুয়া ভাড়ার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। রয়্যাল ওমান পুলিশ (ROP) জানিয়েছে, এই দুই ব্যক্তি অবাস্তবভাবে কম মূল্যে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদনমূলক স্থাপনার বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতেন।

ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের পর তারা অগ্রিম অর্থ হিসেবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নিতো, যাতে বুকিং নিশ্চিত করা হয়। প্রতারণা লুকাতে তারা ভুয়া পরিচয় ও অন্য ব্যক্তিদের যোগাযোগ নম্বর ব্যবহার করত, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যেতে পারে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সাবধান থাকার জন্য সাধারণ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ROP।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize