ওমানে জুয়া খেলার সময় ১৯ বাংলাদেশী প্রবাসী গ্রেপ্তার

Oman police

ওমানের বারকা প্রদেশে অবৈধ জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ১৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। ১৪ জুলাই মাস্কাট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বারকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের জুয়ার আসর থেকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং অর্থ উদ্ধার করা হয় বলে জানা গেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওমান পুলিশ জানিয়েছে, দেশে অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। দেশটির আইন অনুযায়ী জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ, এবং প্রবাসীদের ক্ষেত্রে এ ধরনের অপরাধের জন্য শাস্তি আরও কঠোর হতে পারে।

প্রসঙ্গত, ওমানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও দূতাবাস কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize