নোয়াখালীর সেনবাগে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক সালিশ বৈঠকে সংঘটিত হামলায় দুই প্রবাসীসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন– ওমানপ্রবাসী আজিজুল হক হক সাব (৪২), সৌদি প্রবাসী ইসমাইনুল হক আরমান (৩০), রাজু (৩০), মহিন উদ্দিন (৩৫), সাইফুল ইসলাম (৪৫) এবং সোহাগ (৪৩)। সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় তাদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র এবং অভিযোগের ভিত্তিতে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সাবেক চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে কথাকাটাকাটির জেরে বিজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিনের নেতৃত্বে প্রতিপক্ষরা হামলা চালায়। দা, ছোরা, লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতরভাবে জখম করে।
আরও পড়ুন
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর অবস্থায় রাজু ও আরমানকে মাইজদী এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের ভাই ছেরাজুল হক আরিফ দাবি করেন, হামলায় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। এ বিষয়ে সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।