ওমানে ক্যাবল চুরির অভিযোগে ৬ প্রবাসী গ্রেফতার

Fdfe0e29 050c 4899 a337 c09b560208f9

ওমানের রয়্যাল ওমান পুলিশ (ROP) বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ছয়জন পাকিস্তানি নাগরিককে আটক করেছে। দেশটির অপরাধ অনুসন্ধান ও তদন্ত মহাপরিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটককৃতরা উত্তর আল বাতিনাহ প্রদেশের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও বৈদ্যুতিক সংযোগ লাইনে চুরির ঘটনা ঘটাচ্ছিল। তারা পরিকল্পিতভাবে এসব স্থাপনাকে টার্গেট করেই চুরি সংঘটিত করছিল।

চুরি হওয়া বৈদ্যুতিক তারগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় সম্প্রতি একাধিক চুরির অভিযোগ জমা পড়েছিল, যা থেকে তদন্ত শুরু করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

দেশটির নিরাপত্তা বাহিনী এমন অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং নাগরিকদেরও সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize