ওমানের রয়্যাল ওমান পুলিশ (ROP) বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ছয়জন পাকিস্তানি নাগরিককে আটক করেছে। দেশটির অপরাধ অনুসন্ধান ও তদন্ত মহাপরিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আটককৃতরা উত্তর আল বাতিনাহ প্রদেশের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও বৈদ্যুতিক সংযোগ লাইনে চুরির ঘটনা ঘটাচ্ছিল। তারা পরিকল্পিতভাবে এসব স্থাপনাকে টার্গেট করেই চুরি সংঘটিত করছিল।
চুরি হওয়া বৈদ্যুতিক তারগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় সম্প্রতি একাধিক চুরির অভিযোগ জমা পড়েছিল, যা থেকে তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
দেশটির নিরাপত্তা বাহিনী এমন অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং নাগরিকদেরও সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।