প্রবাসীদের সুরক্ষায় আইন সংশোধন করলেন সুলতান

Oman sultan

ওমানের সুলতান হাইতাম বিন তারিক সামাজিক সুরক্ষা আইন সংশোধনের জন্য নতুন রাজকীয় আদেশ জারি করেছেন। এই আদেশে ২০২৩ সালের সামাজিক সুরক্ষা আইনের কিছু বিধানে পরিবর্তন আনা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, আগের আইনের ষষ্ঠ অনুচ্ছেদের ২, ৩ ও ৫ নম্বর দফার জায়গায় নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে, ওমানে কাজ করা প্রবাসী শ্রমিকদের জন্য পেশাগত দুর্ঘটনা ও রোগ সংক্রান্ত বীমা সুবিধা এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছর পর কার্যকর হবে।

এছাড়া, আইনের তৃতীয় অংশের ষষ্ঠ অধ্যায় ৩ বছর পর থেকে কার্যকর হবে। আর আইনের ধারা ১৩৯-এর প্রথম উপধারা কার্যকর হবে সামাজিক সুরক্ষা তহবিলের পরিচালনা পর্ষদের নির্ধারিত তারিখ থেকে, তবে সেটি এই আদেশ জারির সর্বোচ্চ ৪ বছরের মধ্যে হতে হবে।

এই নতুন আদেশের সঙ্গে সাংঘর্ষিক যেকোনো পুরোনো আইন বা বিধান বাতিল বলে গণ্য হবে। আদেশটি সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকে কার্যকর হবে।
ওমানে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে এই সংশোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize