ওমানে ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি

Oman issues warning for heavy rain

ওমানের আল-হাজার পর্বতমালার পূর্বাঞ্চলে অবস্থিত দিমা ওয়াত তাইয়িন ও আল মুধাইবি প্রদেশে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টিপাতে এসব অঞ্চলের একাধিক উপত্যকা ও পাহাড়ি খাদে তীব্র স্রোত নেমে এসেছে, যার ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Image 9

দিমা ওয়াত তাইয়িন অঞ্চলের মাস, আল-সুবুল, নাকসি, মাহলাহ ও দিমা গ্রামগুলোতে টানা হালকা থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে নাকসি, হাম এবং আল-রাইহানি উপত্যকা ও আশপাশের কা’বাত পর্বত বেয়ে প্রবাহিত ছড়াগুলোতে পানি দ্রুতগতিতে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয় জনজীবনে ঝুঁকি তৈরি করেছে।

একইভাবে আল মুধাইবি প্রদেশেও আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। বৃষ্টিতে ভিজেছে আল রাওদাহ, আল ওয়ারিয়াহ, আল মিসফাহ, বাদসহ সামাদ আল শান এলাকার একাংশ। বর্ষণের ফলে বাদ, আল জারদা, আল রাক ও আল রাওদাহর মতো গুরুত্বপূর্ণ উপত্যকাগুলো উপচে পড়েছে, কিছু এলাকায় সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। প্রশাসন সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize