চাকরির বৈধতা সংশোধনের জন্য চলমান বিশেষ সুবিধার সময়সীমা ৩১ জুলাই ২০২৫-এ শেষ হবে বলে চূড়ান্তভাবে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। শ্রমিক, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে এই সময়ের মধ্যে লেবার কার্ড (ভিসা) নবায়নসহ অন্যান্য বৈধতা সংশোধনের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে দণ্ড বা জরিমানা ছাড়াই এসব বৈধতা নবায়নের সুযোগ রয়েছে। তবে সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
শ্রম মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই বিশেষ ছাড়ের সুযোগ গ্রহণে কেউ অবহেলা করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই যারা এখনো সংশ্লিষ্ট কাগজপত্র বা ভিসা নবায়ন করেননি, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
চলমান এই ‘ছাড় ও মওকুফ প্যাকেজ’-এর অধীনে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী তাদের অবস্থান বৈধ করতে চান, তাদের ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় আবেদন ও নথি জমা দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।