ওমানে রমরমা দেহ ব্যবসা, ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

Prostitution rampant in oman, 6 expatriate women arrested

ধোফার গভর্নরেটের অপরাধ তদন্ত বিভাগ (Criminal Investigation Department) ছয়জন মিশরীয় নারীকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ওমানের নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রয়্যাল ওমান পুলিশের (ROP) এক বিবৃতিতে জানানো হয়, সালালাহ শহরের কয়েকটি কফিশপে গোপন কক্ষে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। এসব স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত নারীরা আর্থিক বিনিময়ে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এসব কার্যকলাপ ওমানের সামাজিক মূল্যবোধের পরিপন্থী।

ROP জানিয়েছে, বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ওমান সরকার ও পুলিশ কর্তৃপক্ষ সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে এবং জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিতে উৎসাহিত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize