ওমানে তিন যানবাহনের ভয়াবহ সংঘর্ষে পাঁচজন নিহত

Five killed in horrific three vehicle collision in oman

ওমানের ধোফার গভর্নরেটের সুলতান সাঈদ বিন তাইমুর সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) সকালে স্থানীয় সময় সাতটার দিকে মাকশন অতিক্রমের পর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

আরওপি’র প্রাথমিক তথ্যমতে, সংঘর্ষে দুটি গাড়ি ও একটি বাস জড়িত ছিল। এতে নিহত পাঁচজনের মধ্যে দুইজন ওমানি নাগরিক এবং তিনজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছিলেন।

আহত ১১ জনের মধ্যে রয়েছেন দুইজন ওমানি এবং নয়জন আমিরাতি নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনই শিশু। তাদের সবাইকে কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

ওমান পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরওপি সকল চালককে গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize