ওমানে প্রবাসী সেজে প্রতারণা, সাইবার চক্রের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার

Expatriate murdered in broad daylight in oman!

ওমানের মাস্কাট গভর্নরেটে চীনা সাইবার চক্রের সঙ্গে জড়িত এক এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। এক বিবৃতিতে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি একটি ভাড়া করা গাড়িতে করে মাস্কাটে ভ্রমণ করছিলেন, যেখানে অত্যাধুনিক ট্রান্সমিশন ও যোগাযোগ সরঞ্জাম ছিল।

তদন্তে জানা গেছে, গাড়িটি একটি মোবাইল ট্রান্সমিশন স্টেশনের মতো কাজ করছিল, যা সরাসরি চীনের একটি সাইবার চক্রের সঙ্গে সংযুক্ত ছিল। এ চক্রটি স্থানীয় মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিপর্যস্ত করে কাছাকাছি থাকা মোবাইল ব্যবহারকারীদের ফোনে ভুয়া বার্তা পাঠাতো। বার্তাগুলোতে স্থানীয় ব্যাংক ও টেলিকম কোম্পানির নাম ব্যবহার করে ভুয়া লিংক সংযুক্ত করা হতো, যার মাধ্যমে গ্রাহকের ব্যাংক তথ্য চুরি করে সরাসরি অর্থ তুলে নেওয়া হতো।

পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর থেকে বেশ কিছু মোবাইল ফোন ও সফটওয়্যারযুক্ত প্রযুক্তি উদ্ধার করা হয়েছে, যা ভুয়া নেটওয়ার্ক চালু রেখে প্রতারণামূলক বার্তা পাঠাতে সক্ষম।

ROP জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে অপরিচিত নম্বর থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনো সন্দেহজনক বার্তা পাওয়া যায়, তাহলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, “এই চক্রের মূল উদ্দেশ্য ছিল সীমান্ত পেরিয়ে প্রযুক্তিগত প্রতারণা চালানো এবং সাধারণ মানুষের আর্থিক ক্ষতি সাধন। আপনার ডিজিটাল সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা—লিংকে ক্লিক করার আগে যাচাই করুন।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize