সম্প্রতি একাধিক অভিযান চালিয়ে ওমানের রয়্যাল পুলিশ (ROP) ২৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। এর মধ্যে ১১ জন ছিলেন ক্লান্তি ও পানিশূন্যতায় আক্রান্ত, যাদের প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
তেল ও গ্যাস স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত নিমর পুলিশ ইউনিট একটি তেল স্থাপনায় অভিযান চালিয়ে এক ওমানি নাগরিককে আটক করে। তিনি নিজের চার চাকার গাড়িতে করে ১৪ জন ইথিওপিয়ান অনুপ্রবেশকারী পরিবহন করছিলেন। একইসঙ্গে আরও ১১ জন ইথিওপিয়ান নাগরিককে মরুভূমির পথ ধরে হাঁটার সময় আটক করা হয়। শারীরিক দুর্বলতায় ভোগা কয়েকজনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।
অন্যদিকে, আল দাহিরাহ গভর্নরেটের পুলিশ বাহিনী এক ইয়েমেনি নাগরিককে আটক করেছে। তিনি অবৈধভাবে ওমানে প্রবেশ করেছেন এবং ইব্রি শহরের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরির অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত চলছে।
আরও পড়ুন
এই সব অভিযানের মাধ্যমে ওমান পুলিশ বাহিনী দেখিয়ে দিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে এবং একই সঙ্গে মানবিক সহায়তার ক্ষেত্রেও পিছিয়ে নেই। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।