ওমানে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

5 arrested in special police operation in oman

ওমানের আল দাখিলিয়াহ ও ধোফার গবর্নরেট পুলিশ পৃথক অভিযানে পাঁচজন নাগরিককে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে ব্যাটারি চুরি, গাড়িচাপা দিয়ে হত্যা এবং বেপরোয়া গাড়ি চালনার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আল দাখিলিয়াহ গবর্নরেটের ইযকি এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি একাধিক ট্রাক থেকে ব্যাটারি চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, ধোফার গবর্নরেট পুলিশের এক অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও এক ব্যক্তি, যিনি ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে একজন নাগরিককে চাপা দিয়ে হত্যা করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তদন্তের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে।

এছাড়া, ধোফারের সালালাহ শহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, তারা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং ঝুঁকিপূর্ণ কসরত করছিলেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সকল নাগরিককে আইন মেনে চলার এবং জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize