ওমানে বৈদ্যুতিক তার চুরি, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো গুরুতর অপরাধে গত একদিনে বিভিন্ন দেশের ২১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানের বারকা, রুসাইল এবং ইব্রাসহ কয়েকটি অঞ্চলে অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন পাকিস্তানি, ৮ জন ইথিওপিয়ান এবং অন্যজন আফগান নাগরিক।
পৃথক অভিযানের মধ্যে আল রুসাইল শিল্পাঞ্চলে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির সময় সাতজন পাকিস্তানি নাগরিককে হাতেনাতে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ। পুলিশ জানায়, তারা কোম্পানিটির তার চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
অপর এক অভিযানে দক্ষিণ আল বাতিনার বারকা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নেশাজাত ট্যাবলেটসহ দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭ হাজার ৭০০-পিসের বেশি সাইকোট্রপিক ট্যাবলেট ও ক্ষতিকর ‘ক্রিস্টাল’ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বারকা এলাকায় আরও একটি অভিযানে ‘ক্রিস্টাল মেথ’ পাচারের সময় তিন পাকিস্তানি ও এক আফগান নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন ওমানে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে ইব্রার স্পেশাল টাস্ক ইউনিট আটজন ইথিওপীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে।