ওমানের উত্তর আল বাতিনাহ অঞ্চলের সোহার এলাকায় এক নারীকে খুনের অভিযোগে অপর এক প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি শ্রমিক নিয়োগ অফিসের বাসস্থানে ঘটেছে এই হত্যাকাণ্ড। নিহত নারী এবং অভিযুক্ত নারী দুইজনই মিয়ানমারের নাগরিক।
হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অভিযুক্ত নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বিবৃতিতে জানানো হয়েছে, আটক সেই নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
ওমানের ফৌজদারি আইনে হত্যা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। দেশটির আইন অনুযায়ী, ইচ্ছাকৃত খুনের জন্য সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তবে কিছু ক্ষেত্রে আজীবন কারাদণ্ড কিংবা দীর্ঘমেয়াদি সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়ে থাকে। শাস্তির মাত্রা নির্ভর করে অপরাধের প্রকৃতি, উদ্দেশ্য এবং অন্যান্য আইনি বিবেচনার উপর। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিহতের পরিবারের ছাড়পত্র না মিললে সর্বোচ্চ শাস্তিরই ফয়সালা হয়ে থাকে।