কড়া বার্তা দিলেন ওমানের গ্র্যান্ড মুফতি

Oman's grand mufti gives a strong message

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে একেবারেই প্রত্যাখ্যান করেছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া হবে একটি “পরাজিত চুক্তি”।

গ্র্যান্ড মুফতি বলেন, “যারা একটি বিলুপ্তপ্রায় সত্তা এবং মেয়াদোত্তীর্ণ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী, তারা আদৌ কী ভেবে এমন করছে? তারা কি বোঝে না যে, এমন সম্পর্ক শুধু লজ্জা ও পরাজয়ের প্রতীক হয়ে থাকবে?”

তিনি আরও বলেন, “সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো— কিছু মুসলিম দেশ ইহুদিবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়তে আগ্রহী, অথচ তারা নিজের চোখেই দেখছে, কিভাবে ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে।”

এই মন্তব্যের মধ্য দিয়ে ওমানের শীর্ষ ধর্মীয় নেতা প্রথমবারের মতো এত দৃঢ়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেন, যা দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ওমান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রাখলেও, গ্র্যান্ড মুফতির এই মন্তব্য দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা যেসব দেশ করছে, তাদের জন্য এটি একটি শক্ত বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize