ওমানে মানবপাচার চক্রের সাথে জড়িত তিন প্রবাসী গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই আটক

ওমানে মানবপাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে বাউশারে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা ও অপরাধ তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল টাস্ক পুলিশ ইউনিট। তারা একটি মানবপাচার চক্র পরিচালনার অভিযোগে অভিযুক্ত, যেখানে বাংলাদেশি নারীসহ অন্যান্য দেশের নারীদের জড়িত করা হয়।

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, এই নারীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ওমানে আনা হয় এবং পরে তাদেরকে অনৈতিক কার্যকলাপে বাধ্য করা হয়। বাউশার ওয়িলায়াতে পরিচালিত অভিযানে বাংলাদেশি, থাই এবং লাওসের ছয় নারীকে অভিযুক্তদের বাসা থেকে উদ্ধার করা হয়।

এই নারীদের এমন কর্মকাণ্ডে জড়িত অবস্থায় পাওয়া গেছে যা ওমানের সামাজিক নীতিমালার পরিপন্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রয়্যাল ওমান পুলিশ মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এমন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize