ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ওমানের সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

ওমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির ইজকির আল-রুসাইস নামক এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কেঁপে উঠে পুরো অঞ্চল। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, শিশুবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাস চালকসহ তিন শিশুর।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আরও ১২ জন শিশু অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুরা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

একটি ভোর, একটি স্কুল যাত্রা — আর এক নিমিষেই তা পরিণত হলো কান্নার মিছিলে। শিশুরা যারা বই-খাতার বদলে ভর্তি হলো হাসপাতালের বেডে, কারও জন্য তা স্বপ্নের অবসান, কারও জন্য চিরতরের বিদায়। রয়্যাল ওমান পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। গাড়ির গতি, চালকের প্রতিক্রিয়া ও যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize