মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা বিপুল পরিমাণ মাদক আটক করেছেন। এক ভারতীয় যাত্রী ৫.৩ কেজি গাঁজা ওমানে পাচারের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়েছেন।
শুল্ক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ভারতীয় যাত্রীর ব্যক্তিগত মালপত্রের বিভিন্ন ব্যাগের মধ্যে অত্যন্ত সুকৌশলে মাদকগুলো লুকিয়ে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শুল্ক কর্মকর্তারা এই বিপুল পরিমাণ গাঁজার চালান জব্দ করতে সক্ষম হন।
ঘটনার পর পরই ভারতীয় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ওমানের মাদকবিরোধী আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।