ওমান প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

Oman police

ভিডিও কলে পরিচয় দিচ্ছে পুলিশ বা সরকারি কর্মকর্তার—পেছনে বসে আছে চতুর প্রতারকচক্র। এমনই এক ভয়ঙ্কর প্রতারণার বিষয়ে সর্তকতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, ভিডিও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইদানিং একটি চক্র সাধারণ নাগরিক ও প্রবাসীদের টার্গেট করে ভয় দেখিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা ভিডিও কলে নিজেদের পুলিশ বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিশ্বাসযোগ্য ভিজ্যুয়াল এবং নাম ব্যবহার করে। পরিচয় যাচাইয়ের কথা বলে ভিক্টিমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য, এমনকি পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চাইছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, প্রতারণার এমন ধরণ বেশ চতুর ও বিশ্বাসযোগ্য। তাই যেকোনো সন্দেহজনক কল বা বার্তা এড়িয়ে যেতে সতর্ক করা হয়েছে।

সাইবার প্রতারণা মোকাবেলায় রয়্যাল ওমান পুলিশের কঠোর অবস্থানের কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা ফাঁদে পা দেওয়ার আগেই তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025