ওমানে পুরাতন মাস্কাট বিমানবন্দরকে রূপান্তরের পরিকল্পনা

Oman plans to transform old muscat airport

ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) পুরাতন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকভাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটিকে নতুন করে সাজিয়ে পর্যটন, বাণিজ্য, অবসর ও সংস্কৃতির মিলনস্থলে পরিণত করতে চায় কর্তৃপক্ষ।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হবে একটি বিমান চলাচলবিষয়ক জাদুঘর, আধুনিক শপিং মল, বিভিন্ন রেস্তোরাঁ ও নানা ধরনের বিনোদন ও বাণিজ্যিক সুবিধা। একসময় ওমান এয়ারের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই স্থানটিকে নতুন করে প্রাণবন্ত করে তোলাই মূল লক্ষ্য।

সিএএ-এর সভাপতি ইঞ্জিনিয়ার নায়েফ আল আবরি এক সংবাদ সম্মেলনে জানান, এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে একাধিক প্রতিষ্ঠান। ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এখন এসব প্রস্তাব পর্যালোচনা করছে। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা এমন কিছু তৈরি করা, যা একইসঙ্গে অর্থনৈতিকভাবে লাভজনক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হবে।”

আল আবরি আরও জানান, “আমরা চাই পুরোনো মাস্কাট বিমানবন্দর হোক এমন এক কেন্দ্র, যেখানে ইতিহাসের ছোঁয়া থাকবে, আবার আধুনিকতার সকল সুবিধাও মিলবে—এটি এক ধরনের জীবন্ত গন্তব্য হবে সকলের জন্য।”

এছাড়া, তিনি ২০২৪ সালে ওমানের বিমান পরিবহন খাতে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরেন। তার ভাষ্যমতে, ওই বছর সিএএ ১০৫ মিলিয়ন ওমানি রিয়াল রাজস্ব অর্জন করেছে, যা সংস্থাটির দক্ষ ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতার প্রমাণ। তিনি আরও জানান, ওমানের আকাশপথে ২০২৪ সালে ৫ লাখ ৪০ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালিত হয়েছে—যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। একইসঙ্গে যাত্রী পরিবহনে ২ শতাংশ এবং কার্গো পরিবহনে ১৫০,০০০ টন ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে বিমান খাতের সম্প্রসারণের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025