ওমানের সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা ১৫ দশমিক ৫ কেজি গাঁজা পাচারের একটি চেষ্টাকে সফলভাবে প্রতিহত করেছেন। বিষয়টি নিশ্চিত করে সোমবার এক বিবৃতিতে ওমান কাস্টমস জানায়, ভারতীয় দুই নাগরিকের ব্যাগেজ তল্লাশি করে গাঁজার এই চালান জব্দ করা হয়।
বিবৃতিতে জানানো হয়, অভিযুক্তরা তাদের ব্যক্তিগত লাগেজের ভেতরে থাকা পানি গরম করার হিটার বা “ওয়াটার হিটার”-এর ভেতরে বিশেষ কৌশলে মাদকের এই চালান লুকিয়ে আনতে চেয়েছিল। তবে তল্লাশির সময় কাস্টমস কর্মকর্তাদের নজরদারিতে বিষয়টি ধরা পড়ে।
ওমান কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দেশটির সীমান্ত ও বন্দরগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
ওমান সরকার মাদকদ্রব্য পাচার ও ব্যবহার রোধে কঠোর অবস্থানে রয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করছে।