ওমান প্রবাসীদের নতুন আয়কর আইন নিয়ে যা জানা গেল

ওমানে কর্মীদের ন্যূনতম মজুরি হবে ৪০০ রিয়াল

ওমানে ব্যক্তিগত আয়ে কর সংক্রান্ত নতুন আইন ২০২৮ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের ট্যাক্স অথরিটির প্রতিনিধি আল সাআদি। তিনি জানান, যাদের বাৎসরিক আয় ৪২ হাজার ওমানি রিয়াল ছাড়িয়ে যাবে, তাদের জন্য এই আয়কর প্রযোজ্য হবে।

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘বসবাসকারী’ বলতে ওমানি নাগরিকদের পাশাপাশি এমন সব প্রবাসীদের বোঝানো হচ্ছে, যারা একটি কর বর্ষে ওমানে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছেন। তবে যারা এই সময়সীমা পূরণ না করেও ওমানে আয় করছেন, তাদের ওপরও এই কর প্রযোজ্য হবে।

এই নতুন আয়কর ব্যবস্থা মূলত উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর প্রযোজ্য হবে এবং ওমান ট্যাক্স অথরিটির এক বিস্তৃত গবেষণা অনুযায়ী, দেশের প্রায় ৯৯ শতাংশ নাগরিক এই করের আওতায় পড়বে না।

আল সাআদি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ওমানের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে শক্তিশালী করা, তেল-নির্ভরতা কমানো এবং দেশটির ‘ভিশন ২০৪০’ লক্ষ্য অর্জনের পথ সুগম করাই সরকারের উদ্দেশ্য।

বিশেষজ্ঞদের মতে, আয়ের ওপর কর আরোপের মাধ্যমে সরকার রাজস্বের একটি স্থিতিশীল উৎস নিশ্চিত করতে পারবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক টেকসইতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize