ওমান এয়ার আজ, মঙ্গলবার (২৪ জুন ২০২৫), নিশ্চিত করেছে যে তাদের ফ্লাইট শিডিউল স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। গতকাল, সোমবার (২৩ জুন ২০২৫) বাতিল হওয়া ফ্লাইটের কারণে সৃষ্ট কিছু ছোটখাটো বিলম্ব ছাড়া আর কোনো বড় সমস্যা নেই।
বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “ওমান এয়ার নিশ্চিত করছে যে আমাদের ফ্লাইট শিডিউল স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে, গত রাতের ফ্লাইট বাতিলের ফলে শুধুমাত্র সামান্য বিলম্ব হয়েছে। এই সময়ে আমাদের যাত্রীদের ধৈর্য এবং বোঝার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
যাত্রীদের সহায়তা করার জন্য, ওমান এয়ার তাদের কল সেন্টারে এবং বিমানবন্দরের প্রধান পয়েন্টগুলিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। তারা যাত্রীদের পুনরায় টিকিট বুকিং, পরবর্তী কানেকশন এবং অন্যান্য ভ্রমণের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করে চলেছে।