ব্রেকিং! ব্যক্তিগত আয়কর চালুর ঘোষণা দিল ওমান

Oman

ওমান সরকার ২০২৮ সালের জানুয়ারি থেকে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর ৫% হারে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত নিয়েছে। রাজকীয় ডিক্রি নম্বর ৫৬/২০২৫-এর মাধ্যমে প্রকাশিত “ব্যক্তিগত আয়কর আইন”-এর আওতায় যেসব ব্যক্তি বছরে ৪২ হাজার ওমানি রিয়াল বা তার বেশি আয় করবেন, তাদের এই কর দিতে হবে।

ট্যাক্স অথরিটি জানিয়েছে, এই কর ব্যবস্থাটি ওমানের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ওমান ভিশন ২০৪০-এর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। বিশেষ করে, রাজস্বের নতুন উৎস সৃষ্টি, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, সম্পদ পুনর্বণ্টন এবং সামাজিক সুরক্ষা খাতে অর্থায়নের দিকগুলো এতে গুরুত্ব পেয়েছে।

প্রতিনিধিরা জানিয়েছেন, এই কর চালুর আগে এর সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হয়। সরকারি বিভিন্ন সংস্থার আয়ের তথ্যের ভিত্তিতে করা ওই গবেষণায় দেখা গেছে, মাত্র ১ শতাংশ নাগরিক এই করের আওতায় আসবেন। কারণ, করমুক্ত সীমা যথেষ্ট উঁচু এবং করহারও তুলনামূলকভাবে কম।

নতুন আইনে কিছু সামাজিক বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় ও অব্যাহতির ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রধান আবাসন, উত্তরাধিকার, জাকাত ও অনুদান সংক্রান্ত ব্যয়। ব্যক্তিগত আয়কর প্রকল্পের পরিচালক করিমা মুবারক আল সাদি জানান, কর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইনের গেজেট প্রকাশের এক বছরের মধ্যে কার্যকরী বিধিমালা প্রকাশ করা হবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize