পলাতক থাকা অবৈধ কর্মীদের সুখবর দিয়েছে ওমান সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন। এই সুবিধা চলবে সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে অর্থ্যাৎ আগামী ৩১ জুলাই পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীর লেবার কার্ড মেয়াদোত্তীর্ণ হোক বা বৈধ থাকুক, যদি তার নামে আর কোনো সক্রিয় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ না থাকে, তাহলে নিয়োগকর্তারা তার হস্তান্তরের জন্য আবেদন করতে পারবেন। এবং মন্ত্রণালয় এই আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করবে।
এই সুবিধা গ্রহণ করতে হলে নিয়োগকর্তাকে প্রথমে শ্রম মন্ত্রণালয়ের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কর্মীকে হস্তান্তরের আবেদন করতে হবে। অনুমোদন পাওয়ার পর, সংশ্লিষ্ট প্রশাসনিক শাখা থেকে একটি ‘নোটিফিকেশন লেটার’ সংগ্রহ করতে হবে। এই চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীর ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বা পলাতক স্ট্যাটাস বাতিল করা যাবে। সবশেষ চিঠিটি ব্যবহার করে রয়্যাল ওমান পুলিশ-এর মাধ্যমে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন
শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এই বিশেষ সুবিধা কেবলমাত্র নির্ধারিত গ্রেস পিরিয়ডের মধ্যেই প্রযোজ্য হবে। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে আর এই সুবিধা নেওয়া যাবে না।