ওমানে বিশেষ অভিযানে বাংলাদেশীসহ ১৫ প্রবাসী গ্রেপ্তার

Oman police

ওমানের আল জাহিরাহ গভর্নরেটে পরিচালিত এক বিশেষ অভিযানে ১৩ জন ইথিওপিয়ান নাগরিককে অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।

এক বিবৃতিতে জানানো হয়, ইবরি এলাকায় আল জাহিরাহ পুলিশের তত্ত্বাবধানে এবং স্পেশাল টাস্কফোর্স ইউনিটের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

এছাড়া, বিদেশি শ্রম ও আবাসিক আইনের বিধি লঙ্ঘনের অভিযোগে আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ROP জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

ওমান সরকার অবৈধ অনুপ্রবেশ এবং শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এবং নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize