ওমানে সাড়ে ৭ হাজার প্রবাসীর ভিসা বাতিল

Oman flag and visa application

ওমানে চলতি বছরের মাত্র সাড়ে চার মাসে ১২ হাজার ৩১৯ জন অবৈধ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৭ হাজার ৬১৫ জনকে ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ওমান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকিউরিটি এন্ড সেফটি করপোরেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাঈদ বিন সুলাইমান আল আসমি এসব তথ্য জানিয়েছেন।

তার সংস্থার ইন্সপেকশন টিম গত বছরের জানুয়ারি থেকে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে আসছে।

আল আসমি বলেন, তার প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। সেই বাস্তবতায় শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের জন্য শ্রম মন্ত্রণালয়কে তারা সহযোগিতা করে যাবেন। সেইসঙ্গে ওমানাইজড পেশাগুলিতে যেন প্রবাসীরা কাজ না করতে পারেন তা নিশ্চিত করতেও পর্যবেক্ষণ এবং অভিযান চলমান থাকবে।

তথ্য অনুযায়ী, গত বছর অভিযানে সর্বমোট ২৩ হাজার ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ভিসা বাতিল করা হয়েছে ১৮ হাজার ৫৩ জনের। তাঁদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং ওমানাইজড পেশায় অবৈধভাবে কাজ করার অভিযোগ রুজু করা হয়েছিলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post