একাধিক নতুন ফ্লাইট রুট অনুমোদন দিল ওমান

Oman approves several new flight routes

ওমানের বিমানবন্দরগুলোতে নতুন নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে বিমান যোগাযোগ বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের পর্যটন ও অর্থনীতিকে উৎসাহিত করতে তারা নতুন কিছু আন্তর্জাতিক রুট চালুর অনুমতি দিচ্ছেন।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাশিয়ার রেড উইংস এয়ারলাইন্সকে ২২ জুন থেকে মাস্কাট ও রাশিয়ার পর্যটন শহর সোচির মধ্যে সাপ্তাহিক ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে। ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে।

অন্য এক ঘোষণায় ওমান এয়ারপোর্টস জানিয়েছে, ভারতের স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো মাস্কাট ও ভারতের কেরালার কান্নুর শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। গত সপ্তাহে চালু হওয়া এই রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চলবে। এতে ওমানের সঙ্গে দক্ষিণ ভারতের সংযোগ আরও মজবুত হবে।

যদিও সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে ওমানের বিমানবন্দরগুলোর যাত্রী সংখ্যা আগের বছরের তুলনায় ৮.৫% কমে গেছে। ২০২৫ সালের মার্চে যাত্রী সংখ্যা ছিল ৩.৫৪ মিলিয়ন, যেখানে ২০২৪ সালের মার্চে তা ছিল ৩.৮৪ মিলিয়ন। এর মধ্যে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ছিল প্রধান কেন্দ্র, যেখানে এক মাসেই ৩.১৮ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post