কর্মীদের সুবিধায় ওমান সরকারের নতুন ঘোষণা

Oman Ministry of Labour

ওমানে শ্রমিকদের সুবিধায় আগামী জুন থেকে কার্যকর হচ্ছে ‘মিড ডে ব্রেক‘ নীতিমালা। অর্থ্যাৎ পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির অনুচ্ছেদ ১৬, ধারা ২ মোতাবেক- জুন, জুলাই ও আগস্ট মাসে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা স্থানে বা উচ্চ তাপমাত্রায় শ্রমিকদের দিয়ে কাজ করানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

বিষয়টিকে সামনে রেখে এরইমধ্যে ওমানের শ্রম মন্ত্রণালয় ‘নিরাপদ গ্রীষ্ম’ বা Safe Summer শীর্ষক একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। প্রচারণার মূল লক্ষ্য হলো গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে কর্মরত শ্রমিকদের মধ্যে হিট স্ট্রেস বা অতিরিক্ত তাপঘটিত অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরা।

বিশেষ করে যেসব শ্রমিক খোলা জায়গায় বা সরাসরি রোদের নিচে কাজ করেন, তাদের জন্য এই প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শ্রম মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, প্রতি বছরের মত এবারও জুন, জুলাই ও আগস্ট মাসে ভরদুপুরে খোলা স্থানে বা উচ্চ তাপমাত্রায় শ্রমিক নিয়োগ করা নিষিদ্ধ। দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে এই বিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post