ওমানে চুরির দায়ে ২ বাংলাদেশি গ্রেপ্তার

ওমানের ভূমিকাতেই ভরসা বিশ্ববাসীর

বিদ্যুৎ সংযোগের তার ও তেলজাত পণ্য উত্তোলনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরির অভিযোগে দুই বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ওমানের তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়্যাল ওমান পুলিশের বিশেষ ইউনিট। আল দাখিলিয়া ও উত্তর আল শরকিয়া গভর্নরেটের পুলিশ বিভাগের সহযোগিতায় এক যৌথ অভিযানে ওই চারজনকে আটক করা হয়। বাকি দুইজন ওমানের নাগরিক। বিষয়টি এক এক্স বার্তায় নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেল কনসেশন এলাকায় অবস্থিত বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগ আনা হয়েছে। এই সরঞ্জামগুলো তেল ও গ্যাস খাতের কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্পখাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওমানে ক্যাবল চুরির পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। ২০২৩ সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ক্যাবল চুরির খবর পাওয়া যাচ্ছে। ওমানের পিডিও এরিয়াতে এই ক্যাবল চুরির ঘটনা বেশি ঘটে। তামরিদ, হাইমা, মারমুল এবং শিল্পাঞ্চল গুলোতেও এধরনের চুরির ঘটনা উল্লেখ করার মতো। এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত একরাতের ক্যাবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post