ওমানে প্রবাসী দম্পতির এ কেমন পরিণতি

What is the fate of this expatriate couple in omanjpg

ওমানের রাজধানী মাস্কাটের বাউশার এলাকায় গতকালের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় দম্পতি। শনিবার সকালে একটি আবাসিক-বাণিজ্যিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আংশিক ধসে পড়ে ভবনটি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের এলাকা, আশপাশের বাড়িঘর এবং পার্কিং করে রাখা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক ফায়ার কর্মীদের উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রাণে রক্ষা পাননি উপরতলার অ্যাপার্টমেন্টে বসবাসকারী দুই প্রবাসী।

নিহত ৫৯ বছর বয়সী পঙ্কজাক্ষন এবং তাঁর স্ত্রী ৫৩ বছর বয়সী শাজিথা ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলার বাসিন্দা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তাঁরা ওমানে বসবাস করে আসছিলেন। স্থানীয় এক বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত এই দম্পতি ওমানের ভারতীয় কমিউনিটিতে শান্ত, বিনয়ী চরিত্রের জন্য পরিচিত ছিলেন। তাঁদের অকালপ্রয়াণে গভীর শোক নেমে এসেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নিচতলার একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের সূত্রপাত ঘটে। সেই বিস্ফোরণেই ভবনের একাংশ ধসে পড়ে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

ওমানের ইন্ডিয়ান সোশ্যাল ক্লাবের কমিউনিটি ওয়েলফেয়ার সেক্রেটারি সন্তোষ কুমার জানান, সমস্ত আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে মরদেহ দু’টি ভারতে পাঠানো হবে। তিনি আরও জানান, নিহত দম্পতির একমাত্র মেয়ে বর্তমানে ভারতের চেন্নাই শহরে পড়াশোনা করছেন। তাঁকে দুর্ঘটনার খবর জানার পর সে ওমানে রওয়ানা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post