ওমানজুড়ে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ গরম এবং প্রচণ্ড বায়ুঝড়ের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। একাধিক অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুরাইয়াত সর্বোচ্চ ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। যা চলতি বছরের এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই তীব্র গরমের পাশাপাশি উন্মুক্ত ও মরু এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে প্রচণ্ড ধূলিঝড় ও বায়ুপ্রবাহ, যা স্বাভাবিক জীবনযাত্রাকে এক কথায় বিপর্যস্ত করে তুলেছে।
ওমানের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত একদিনে আল আশখারাতে তাপমাত্রা ৪৭.২ ডিগ্রি, সুরে ৪৬.৪ ডিগ্রি এবং আল ওয়াবিতে ৪৫.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া ইবরা, খাসাব এবং আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী দিনগুলোতেও একই ধরনের গরম ও বায়ুঝড় অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেলের দিকে মরু এলাকায় বায়ুর গতি আরও তীব্র হতে পারে। বাসিন্দাদেরকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।