এয়ারপোর্টে ইলেক্ট্রিক গাড়ি চালু করল ওমান

Oman launches electric cars at airport

বিমান যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে নতুন ইলেকট্রিক শাটল সার্ভিস চালু করেছে ওমান এয়ারপোর্টস। বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রী ও কর্মীদের সুবিধার্থে এই পরিবেশবান্ধব সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, টার্মিনাল ভবন, বিভিন্ন অফিস ও পার্কিং এরিয়ার মধ্যে যাতায়াতের জন্য এই ইলেকট্রিক যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে। এটি ল্যান্ডসাইডের মধ্যবর্তী করিডোর দিয়ে দুই দিকে চলবে, যাতে যাত্রীরা ও প্রবাসী কর্মীরা সহজেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন।

বিমানবন্দরে যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও আরামদায়ক করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিল ওমান এয়ারপোর্টস। কর্মকর্তারা বলছেন, এই নতুন শাটল সার্ভিস যাত্রী এবং কর্মীদের চলাচল আরও আরামদায়ক করবে। সেবার মান বৃদ্ধির পাশাপাশি পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহারকে উৎসাহিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post