ওমানে বাঙালি অধ্যুষিত এলাকায় ফের অভিযান, বহু প্রবাসী গ্রেপ্তার

Another raid in bengali dominated areas in oman, many expatriates arrested

ওমানের বাঙালি অধ্যুষিত বারকা বাজারে ফের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযানে আনুমানিক ৮ থেকে ১০ জন প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহেও একই এলাকায় অভিযান চালিয়ে বহু অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল।

ওমান সরকার অবৈধ শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে অবৈধ শ্রমিকরা কোনো জরিমানা ছাড়াই তাদের ভিসা নবায়ন করতে বা অন্য কোনো বৈধ নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন। যারা ওমান ত্যাগ করতে চান, তারাও এই সুযোগের আওতায় কোনো জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

তবে, এই সাধারণ ক্ষমার পরেও যারা তাদের অবস্থান বৈধ করছেন না, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ওমান পুলিশ। তারই অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে অবৈধ শ্রমিকদের হয় তাদের অবস্থান বৈধ করতে হবে, না হয় ওমান ত্যাগ করতে হবে। এই সময়ের পরেও যারা অবৈধভাবে অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize