সাধারণ ক্ষমার সুযোগ নেওয়ার পরামর্শ দূতাবাসের

Bangladesh embassy muscat oman 1

ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। এই সাধারণ ক্ষমার আওতায় মেয়াদোত্তীর্ণ এমপ্লয়মেন্ট ভিসা বৈধকরণ এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মওকুফ করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা ই-পাসপোর্ট, অনাপত্তি সনদ (এনওসি) বা নন-অবজেকশন মুভমেন্ট সার্টিফিকেট (এনএমএনসি) এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রদানে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষত, যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য বিশেষ সেবা ব্যবস্থা রাখা হয়েছে।

এই সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে, ওমানে অবস্থান করা অবৈধ কর্মীরা কোনো প্রকার জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে তাদের অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন। পাশাপাশি, যারা ওমান ত্যাগ করতে ইচ্ছুক, তারাও কোনো জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। তবে, ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসায় ওমানে আসা ব্যক্তিরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না। অন্যদিকে, যেসব কর্মীর ভিসা ব্লক করা হয়েছে, তাদের জন্য দুটি বিকল্প রয়েছে: হয় তারা জরিমানা ছাড়া দেশে ফিরে যেতে পারবেন, অথবা সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মাধ্যমে মধ্যস্থতা করে ব্লকলিস্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগটি গ্রহণ করার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে অবৈধ কর্মীদের দ্রুত এই সুযোগের সদ্ব্যবহার করে তাদের অবস্থানকে আইনি বৈধতা দেওয়ার অথবা জরিমানা ছাড়া দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post