ওমান থেকে দেখা গেল মহাকাশের বিরল ঘটনা

Rare space phenomenon seen from oman

২০২৫ সালের সবচেয়ে বড় সূর্যের দাগ বা সানস্পট দেখতে পেয়েছেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা। দাগটি এতটাই বিশাল যে, এটি পৃথিবীর আকারের চেয়েও ১১ গুণ বড়। গত বৃহস্পতিবার মাস্কাট থেকে সূর্যের পৃষ্ঠে থাকা এই বিশাল অন্ধকার অংশের বিরল ছবি তুলেছেন বিজ্ঞানীরা। সূর্যের এই দাগের নাম দেওয়া হয়েছে সানস্পট ৪০৭৯। এটি সূর্যের চলমান ১১ বছরের চৌম্বক চক্রের অংশ, যাকে সৌর চক্র ২৫ বলা হয়।

ওমান সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস-এর কমিউনিটি আউটরিচ কমিটির উপ-প্রধান উইসাল বিনতে সালিম আল হিনাই জানান, এটি সৌর চক্র ২৫-এর মধ্যে সবচেয়ে বড় সূর্যদাগগুলোর একটি। এবং এটি ওমান থেকেই পর্যবেক্ষণ করতে পারা একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন। তার মতে, সূর্যদাগ একটি মহাজাগতিক ঘটনা। এটি সূর্যের এমন একটি অংশ, যেখানে চৌম্বক শক্তি খুব বেশি এবং তাপমাত্রা তুলনামূলকভাবে কম। এজন্যই এই জায়গা অন্ধকার দেখায়।

OSAS- এর সদস্যরা অত্যাধুনিক জ্যোতির্বিজ্ঞান যন্ত্রপাতি ব্যবহার করে আকাশ থেকে এই অসাধারণ দৃশ্য ধারণ করেন। এটি শুধু একটি বিরল মহাজাগতিক দৃশ্যই নয়, বরং বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সূর্য প্রায় ১১ বছর পরপর একটি করে সৌরচক্র সম্পন্ন করে। প্রতিটি চক্রে সূর্যের পৃষ্ঠে সূর্যদাগ, সৌর জ্বালানির বিস্ফোরণ এবং করোনাল মাস ইজেকশন দেখা যায়, যা একত্রে মহাকাশীয় আবহাওয়া তৈরি করে এবং পৃথিবীর পরিবেশ ও প্রযুক্তিগত ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। বর্তমানে সূর্য ২৫তম সৌরচক্রের শিখরে রয়েছে, যা শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সূর্যে X-শ্রেণির শক্তিশালী সৌর বিস্ফোরণ ঘটে। X-শ্রেণি হলো সবচেয়ে তীব্র সৌর বিস্ফোরণগুলোর একটি।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post