ওমান পুলিশের সতর্কবার্তা

Oman Police warning

ওমানে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যাংক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আন্তর্জাতিক প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি সুদানি নাগরিক, তিনি দেশের বাইরে থেকে পরিচালিত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি অফিসিয়াল সরকারি ওয়েবসাইটের মতো দেখতে একটি ভুয়া সাইট তৈরি করে তা ভুক্তভোগীদের মধ্যে ছড়িয়ে দেন। ওই ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ভুক্তভোগীদের ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হতো।

পরে এসব তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ আত্মসাৎ করে নিতেন তারা। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে পুলিশ।

ওমান পুলিশ জনগণকে অজানা নম্বর থেকে আসা ফোনকল বা সন্দেহজনক ওয়েবসাইট এবং ব্যক্তিগত বা ব্যাংক তথ্য কাউকে না দিতে সতর্ক করেছে। একই সঙ্গে যেকোনো অনলাইন লেনদেনের আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post