ওমানে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

Rop new

ওমানে শ্রম এবং আবাসন আইনের লঙ্ঘনের দায়ে অন্তত ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহযোগিতায় বুরাইমি এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সবমিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে ৭ বাংলাদেশি ছাড়াও তিনজন ইথিউপিয়ান, একজন পাকিস্তানি এবং একজন ইয়েমেনি নাগরিক আছেন।

রোববার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানায়, তাঁদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাঁদের কোনো রকমের ছাড় দেওয়া হবেনা।

সাম্প্রতিক সময়ে শ্রম বাজারের অনিয়ম রুখতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার। নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত ওমানে কোনোপ্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে। যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post