ওমানে বাংলাদেশিদের বর্ণিল বৈশাখ উদ্‌যাপন

ওমানে বাংলাদেশিদের বর্ণিল বৈশাখ উদ্‌যাপন

ওমানে গতকাল অনুষ্ঠিত বৈশাখী মেলা প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয় সোশ্যাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রবাসের মাটিতেও দেশের চিরায়ত উৎসবের রঙ, সুর ও আনন্দ পুনরুদ্ধার করেছে। বারকার সোয়াদী হলিডে রিসোর্টে অনুষ্ঠিত এই জমজমাট আয়োজনে শত শত বাংলাদেশি অংশগ্রহণ করে উৎসবের আমেজ সৃষ্টি করেন।

বিদেশের মাটিতে দেশের সংস্কৃতির এমন মনোরম আয়োজনে অংশ নেওয়া প্রবাসীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলায় আগত সকলে যেন এক টুকরো বাংলাদেশকে খুঁজে পেয়েছিলেন। বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি, দীর্ঘ দিন ধরে পরিবার থেকে দূরে থাকা প্রবাসীরাও এই সুযোগে একে অপরের সাথে মিলিত হওয়ার এবং আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন।

মেলা প্রাঙ্গণের প্রতিটি মুহূর্ত ছিল রঙিন ও প্রাণবন্ত। ঐতিহ্যবাহী পোশাক, দেশীয় খাবারের সমাহার এবং সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি হয়েছিল। এই মেলার মাধ্যমে ওমানে বসবাসরত বাংলাদেশিরা যেন কিছুক্ষণের জন্য হলেও দেশের মাটিতে ফিরে যাওয়ার অনুভূতি লাভ করেছেন। মেলার সেই আনন্দঘন মুহূর্তগুলো নিঃসন্দেহে প্রবাসীদের হৃদয়ে দীর্ঘস্থায়ী স্মৃতি হয়ে থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize