ওমানে ৩ প্রবাসীর উপর আজীবন নিষেধাজ্ঞা

Oman

ওমানে এক নারীসহ তিন প্রবাসীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন সোহারের আপিল আদালত। তাঁদের বিরুদ্ধে মানব পাচার, পতিতাবৃত্তি, সাইবার অপরাধ এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিনজনই মিসরীয় নাগরিক। তারা হলেন—মোহাম্মদ নাবিল এল-সাঈদ, শোরুক আহমেদ মোহাম্মদ এবং কারিমা মোহাম্মদ সাদ। একইসঙ্গে দণ্ডিত হয়েছে ‘ইশরাকাত আল-আসর ট্রেডিং কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠান।

আদালতে আনীত মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায়, প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার ওমানি রিয়াল করে জরিমানা করেছে। কোম্পানিটিকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে।

এছাড়া, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে মানব পাচারে সহায়তার দায়ে আরও ১০ বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার রিয়াল করে অতিরিক্ত জরিমানা ধার্য করা হয় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে।

প্রথম অভিযুক্ত মোহাম্মদ নাবিল এল-সাঈদকে অর্থপাচারের দায়ে আরও ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। একই কারণে কোম্পানিকে জরিমানা করা হয়েছে এক লাখ ওমানি রিয়াল।

এছাড়া, অনলাইনে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে মোহাম্মদ নাবিল এবং শোরুক আহমেদকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ রিয়াল জরিমানা করা হয়েছে। সাজা শেষে তিন অভিযুক্তকে ওমান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে আদালত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize