ওমানে আগামী ৯ ও ১০ মে অর্থ্যাৎ শুক্র ও শনিবার বাংলাদেশ স্কুল, সাহামে প্রবাসীদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা দিবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। এসময় সোহার, সাহাম ও বুরাইমি এলাকায় পূর্ববর্তী ট্যুরে জমাকৃত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ করা হবে। যেসকল প্রবাসীদের পাসপোর্ট প্রস্তুত হয়েছে তাঁদের একটি তালিকা দূতাবাস থেকে প্রকাশিত হয়েছে।
ই-পাসপোর্টে তালিকাটি এই লিঙ্কে ক্লিক করে দেখা যাবে। আর এমআরপির তালিকা দেখতে যেতে হবে এই লিঙ্কে
সময়সূচী অনুযায়ী, শুক্র এবং শনিবার উভয় দিনই সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট বিতরণের পাশাপাশি প্রবাসীদের ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, নথি সত্যায়ন, আউটপাস আবেদন, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন এবং আইনি সহায়তাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিবে টিম।
আরও পড়ুন
দূতাবাসের পক্ষ থেকে সাহাম ও নিকটবর্তী এলাকার প্রবাসীদের যথাসময়ে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।