আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে মাস্কাট দূতাবাস। এদিন তাঁদের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে ইতোমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সঙ্গে পরবর্তী দুইদিন ওমানের সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ৩ দিন বন্ধ থাকবে দূতাবাস। সোমবার থেকে যথারীতি অফিস কার্যক্রম চালু হবে।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
আরও পড়ুন
দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিকদের মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন।