মাস্কাটে দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

Embassy in muscat organizes independence day celebration

ওমানে উৎসবমুখর পরিবেশে এবং ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫৫ বছর উদযাপন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সোমবার মাস্কাটের শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ওমানের বিশিষ্ট নাগরিক, সামরিক কর্মকর্তা এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি খালিদ আল মুসলাহি।

A7619b2b 9564 48dc 9ec7 d009a74b9ca3

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। পরে অতিথি হিসেবে আসা ওমানের মন্ত্রীকে স্টেজে নিয়ে কেক কাটেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মিসবাহ উল আজিম।রাষ্ট্রদূত নিজের স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা এবং ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন।

Bd153914 8d90 44ad a2b8 97a0dc5d201f

আয়োজনে সবার নজর কেড়েছে ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা। পাশেই দেশীয় ঐতিহ্যবাহী পণ্য দিয়ে সাজানো স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছেন বিদেশি অতিথিরা। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন বেশ উৎফুল্ল। ওমানের মাটিতে এমন আয়োজন দেশের সুনাম বাড়িয়েছে বলে মন্তব্য তাঁদের।

3aa447d6 2532 4430 98e0 aefcc9fe60bf

অনেকেই বলছেন ওমানে দূতাবাস বা বাংলাদেশি কমিউনিটি থেকে এত বড় পরিসরের আয়োজন আগে হয়নি। ফলে এবার সেই নজির গড়ে প্রবাসীদের সাবাশি পাচ্ছে দূতাবাস। আর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize