ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

Good news for illegal immigrants in oman

লেবার মিনিস্ট্রির পর এবার অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ভিসা এবং রেসিডেন্স কার্ড বা বতাকার বিপরীতে জমা হওয়া যাবতীয় জরিমানা মওকুফ করা হয়েছে। অনানুষ্ঠানিক সূত্রে বিষয়টি জানতে পেরেছে প্রবাস টাইম। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে আগামী জুলাই পর্যন্ত অবৈধ প্রবাসীরা কোনোরূপ জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন কিংবা কেবল টিকিট কেটে দেশে ফিরতে পারবেন।

এর আগে জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে প্রজ্ঞাপন জারি করেছিলো ওমানের শ্রম মন্ত্রণালয়। এজন্য পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয়। একইসময়ে অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অব মিনিস্টারস। যার আর্থিক মূল্য ৬০ মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি।

এর আওতায় নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি ২০১৭ সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নতুন এই সিদ্ধান্তে দশ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে।

এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলে আবেদন কার্যক্রম চলমান রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post